রিসোর্স শেয়ারিং – শেয়ারিং ইজ কেয়ারিং
দীর্ঘদিন ধরে ওয়ার্ডপ্রেস প্লাগিন ও থিম ডেভেলপমেন্ট এর সাথে যুক্ত আছি। বর্তমানে ওয়ার্ডপ্রেস জগতের অন্যতম নামকরা একটা কোম্পানির সাথে প্লাগিন ডেভেলপার হিসাবে ফুল-টাইম জব করছি প্রায় ২ বছর হতে চলল, কোম্পানিটা ফ্লোরিডা, যুক্তরাষ্ট্রের। ওয়ার্ডপ্রেস ইউজ করেন কিন্তু আমাদের প্লাগিন বা রিসোর্স সাইট ইউজ করেন নাই এমন কেউ নাই! এর আগে আরেকটা জনপ্রিয় অস্ট্রেলিয়ান বেসড ওয়ার্ডপ্রেস কোম্পানিতে জব করছি ২ বছর।
আজ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে যুক্ত হবার কিছু রিসোর্স শেয়ার করবো।
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এ বর্তমানে অনেক এডভান্স আর কাটিং এজ টেকনোলোজি ব্যবহার হয়। যেমন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, সার্ভারলেস ডেভেলপমেন্ট, রিয়েক্ট আর ভিউ জেএস দিয়ে প্লাগিন গুলার ড্যাশবোর্ড ইউআই সহ আরো অনেক কিছু।
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে আসতে গেলে প্রথমতই প্রোগ্রামিং এর বেসিক নলেজ থাকতে হবে এবং বেসিক ওয়েব ডিজাইন জানতে হবে। এই রিসোর্স গুলা পাবেন পোস্টের শেষে।
থিম ডেভেলপমেন্টঃ
- একদম বেসিক: Advanced WordPress Theme Development Course by Imran Sayed:
(ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের একদম নাড়ি-নক্ষত্র দেখানো হয়েছে)
- হেডলেস ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট: Advanced React WordPress Theme Development by Imran Sayed:
(এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে কিভাবে ফ্রন্টেন্ডে রিয়েক্ট ইউজ করে ব্যাকেন্ডে ওয়ার্ডপ্রেস থিম দিয়ে হেডলেস সাইট বানাতে হয়। হেডলেস সাইট অনেক হাই-ভ্যালু ডিমান্ডের)
(সেম জিনিস, কিন্তু ব্যাকেন্ডে উকমার্সের রেস্ট এন্ড পয়েন্ট গুলা নিয়ে বিস্তারিত দেখানো হয়েছে)
- হেডলেস উকমার্স: React WooCommerce Theme With Nextjs and REST API by Imran Sayed:
প্লাগিন ডেভেলপমেন্টঃ
- Basic WordPress Plugin Development Bangla by Robiz Show:
- একদম বেসিক: WordPress Plugins Development Tutorials by Alessandro Castellani:
GitHub Source code:
https://github.com/Alecaddd/WordPressPlugin101
- অ্যাডভান্সড: Advanced WordPress Plugin Development by Imran Sayed:
- রিয়েক্ট দিয়ে ওয়ার্ডপ্রেস প্লাগিন এর ইউআই ডেভেলপমেন্টঃ
গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্টঃ
- Gutenberg Block Development by Robiz Show:
- Create Custom Gutenberg Blocks by Alessandro Castellani:
রিয়েক্ট জেএস শেখার জন্যেঃ
(আমি নিজে রিয়েক্ট শিখেছি Codevalution এর Viswas কাছ থেকে )
(একটা সিক্রেট বলি, সুমিত ভাইয়ের রিয়েক্ট বিগিনার যে টিউটোরিয়াল আছে ইউটিউবে সেটাতে উনি যে এক্সামপ্ল গুলা দিছেন সেগুলা সবই Codevalution এর টিউটোরিয়াল থেকে নেয়া, এ থেকে বলায় যায় উনার বাংলা প্লেলিস্ট টা কাইন্ড অফ Codevalution এর কপি)
ধন্যবাদ সবাইকে। আরো কোনো রিসোর্স লাগলে কমেন্টে জানাবেন।
উক্ত রিসোর্স টি Ohidul Islam ভাইয়ের ফেসবুক পোস্ট থেকে কালেক্টেড। পুরো ক্রেডিট ওনার নিজের।
Leave a Reply