সরকারি ইনসেন্টিভ সহ ডলার উত্তোলন করুণ ব্যাংক থেকেও ২-৩ টাকা বেশি রেটে

·

·

কিছুদিন আগে ElevatPay তাদের ব্যাংক পার্টনার চেঞ্জ করার কারণে সাময়িক কার্যকম বন্ধ থাকায় ডলার উত্তোলনে ভালো এক্সচেঞ্জ রেট পাচ্ছিলাম না। যদিও শেষ দিকে তাদের সার্ভিস ইউজ করে পাঠানো টাকায় ব্যাংক গুলো ইনসেন্টিভ দেয়া বন্ধ করে দিয়েছিল। তারপর ওহিদুল ভাইয়ের হেল্প নিয়ে কয়েকবার ভালো এক্সচেঞ্জ রেট পেয়েছিলাম, তা প্রায় প্রতি ডলার ১২৩-১২৬ টাকা সরকারি ২.৫% ইনসেন্টিভ, বা প্রমোদন সহ। কিন্তু প্রতি মাসে তো আর ভাইকে বিরক্ত কড়া যায় না, তাই নিজেই খুঁজতে খুঁজতে গোপন মেথড পেয়ে গেলাম মালয়েশিয়ায় বসে রফিকুল ভাইয়ের সাথে আলাপ করতে করতে। যদিও বুদ্ধিটা ওনিই দিয়েছিলেন, আমি শুধু চেষ্ঠা করে সফল হয়েছি।

উক্ত মেথড ফলো করতে আমাদের একটা আমেরিকান ফোন নাম্বার লাগবে। যাদের ইতিমধ্যে আছে, তাদের আর কেনার দরকার নাই। তবে যাদের নেই, তারা নিচের স্টেপস গুলো ফলো করে কিনে ফেলুন।

কিভাবে আমেরিকান ফোন নাম্বার কিনবেন?

১। আমার রেফারেল লিংক ইউজ করে StackSocial এ একাউন্ট করুণ। তাহলে আপনি, ও আমি উভয় ১০ ক্রেডিটস বোনাস পাব ৩০ দিন পর। যা দিয়ে পরে যেকোন কিছু কেনা যাবে তাদের সাইট থেকে।

২। একাউন্ট করা হয়ে গেলে এই লিংক থেকে Hushed ফোন নাম্বার কিনুন। লাইফ টাইম সাবস্ক্রিপশন পাবেন মাত্র $17.50 ডলারে, যদি LAGONIKA30 কুপন কোড ইউজ করেন। এই কুপন কোড কাজ না করলে আমাকে জানাতে পারেন, আমি নতুন কোড খুঁজে দিব। Hushed এর নিজের ওয়েবসাইট থেকে কিনতে গেলেও ২৫ ডলার লাগে, কোন ডিসকাউন্ট পাবেন না। ওরা শুধু ফোন নাম্বারই দিচ্ছে না, সাথে বাৎসরিক ৬,০০০ এসএমএস, ও ১,০০০ মিনিট দিচ্ছে, যা দিয়ে ইন্টারনেট ইউজ করে আমেরিকান নাম্বার এ ফোন, এসএমএস করতে পারবেন তাদের অ্যাপ থেকে। টানা ৬ মাস ফোন নম্বর ইনাক্টিভ থাকলে ওরা নাম্বার অফ করে দেয়, তাই কয়েক সপ্তাহ পর পর ফোন বা এসএমএস করুণ কাউকে। ⚠️

3mgar4R

৩। এইবার Hushed অ্যাপ ডাউনলোড করে ফেলুন App Store বা Play Store থেকে। আপনার iOS ডিভাইসে যদি অ্যাপ স্টোর থেকে খুঁজে না পান, তাহলে অ্যাপল আইডির কান্ট্রি পরিবর্তন করে “United States” সিলেক্ট করে আবার ট্রাই করুণ। আর অ্যান্ড্রয়েড এ একই সমস্যা হলে আপনি চাইলে থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকেও apk ডাউনলোড করে নিতে পারেন।

ফোন নাম্বার কেনা হয়ে গেলে Purchase পেজ থেকে নিচের মতো স্টেপস ফলো করে রিডিম করে ফেলেন।

Hushed Private Phone Line

কিভাবে MoneyGram এ একাউন্ট করবেন?

এইবার আপনার ফোন নাম্বার রেডি। চলেন এইবার MoneyGram US তে একাউন্ট করে ফেলি। সতর্কতা, MoneyGram এর একাধিক দেশ ভিত্তিক ওয়েবসাইট আছে, যেমন: MoneyGram UK, কিন্তু আমরা আমেরিকা তেই একাউন্ট করব। তাহলে আর ডলার থেকে পাউন্ডস এ কনভার্ট করে উইথড্র করতে কনভারশন ফি লাগবে না। সরাসরি ডলার উত্তোলন করা যাবে।

MoneyGram এর অ্যাপ ও কিন্তু দেশ ভিত্তিক রেস্ট্রিক্টেড করা। তাই Hushed এর মতো উপরের মেথড ফলো করে আপনার ফোনে অ্যাপ ডাউনলোড করে নিন। যদি কোন ভাবেই ডাউনলোড না করতে পারেন, তাহলে শেষ ভরসা হিসাবে একটা Gmail একাউন্ট করেন আমেরিকান ঠিকানা, ও আপনার সদ্য কেনা ফোন নাম্বার ইউজ করে। এইবার সেই ইমেইল দিয়ে PlayStore এ গেলে MoneyGram অ্যাপ সহজেই ডাউনলোড করতে পারবেন। একবার ডাউনলোড হয়ে গেলে ভবিষ্যতে হ্যাসেল ফ্রি আপডেট করতে পারবেন।

Gmail একাউন্ট তৈরি করা, ও অ্যাপ ডাউনলোড এর সময় আমেরিকান আইপি ইউজ করার পরামর্শ রইল। আপনার কাছে পেইড ভিপিএন থাকলে সেটা ইউজ করতে পারেন, না হলে এই ভিডিও ফলো করে ফ্রিতে পেইড ভিপিএন কিনতে পারেন এই লিংক এ একাউন্ট করে।

MoneyGram অ্যাপ এ একাউন্ট করতে সমস্যা হলে ওদের ওয়েবসাইট থেকেই একাউন্ট করতে পারবেন। শেষ স্টেপ এ পাসপোর্ট এর লাইভ ছবি তুলে দিতে হয় ইনফরমেশন পেজের। সেক্ষেত্রে আপনার আমেরিকান ভিসা, বা পাসপোর্ট না থাকলেও সমস্যা নাই। আর আমেরিকান ঠিকানা ইউজ করার সময় আপনার কোম্পানির, বা যেকোন একটা ভ্যালিড এড্রেস ইউজ করলেই হবে, ঠিকানা ভেরিফিকেশন চায় না। তাই চিন্তার কিছু নেই।

কিভাবে ডলার উত্তোলন করবেন?

একাউন্ট হয়ে গেলে এইবার আপনি অ্যাপ বা ওয়েবসাইট থেকে ডলার উইথড্র করার জন্য রিসিপেন্ট অ্যাড করুণ নাম, ও ফোন নাম্বার দিয়ে। এইবার Send → Send Money অপসন থেকে নিচের মতো সিলেক্ট করুণ। এইবার নেক্সট অপসন গুলোতে গেলে ফোন বা ইমেইল এ OTP দিবে, সেটা ভেরিফাই করলে ব্যাংক অপসন থেকে Wise সার্চ করে নেক্সট অপসন গুলোতে গেলে অথরাইজড করবে। কিন্তু সাথে সাথে ডলার কেটে নিবে না। ১-৩ দিন পর (ওয়ার্কিং ডে হলে) MoneyGram আপনার Wise একাউন্ট থেকে Direct Debit এর মাধ্যমে অটো ডলার কেটে নিবে। প্রথম বার একটু কষ্ট করে সেটআপ করে নিলে পরেরবার থেকে কয়েক ক্লিকে দ্রুত টাকা সেন্ড করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।

  • Payment Method = Bank Account (3-4 Business Days)
  • Receive Method = Mobile Wallet (bKash)

ব্যাংক একাউন্ট থেকে টাকা পাঠাব কারণ Wise এর জন্য ওরা ব্যাংক একাউন্ট সাপোর্ট করে, আমেরিকা ছাড়া অন্য ডেবিট কার্ড সাপোর্ট করে না। আর Mobile Wallet (bKash) দিলে ব্যাংক রেট থেকে ২-৩ টাকা বেশি পাবেন। যেমন এই পোস্ট লেখার সময় ব্যাংক রেট ১২৩.১০ টাকা হলেও, বিকাশ রেট ছিলো ১২৫.২০, যা প্রায় ২.১০ টাকা বেশি। এর সাথে আবার ২.৫% সরকারি ইনসেন্টিভ পাবেন। তাহলে ফাইনাল ডলার রেট পাচ্ছেন ১২৮.৩৩ টাকা। 😉

MoneyGram High Rate
MoneyGram High Rate
MoneyGram High Rate
MoneyGram High Rate
MoneyGram High Rate
MoneyGram High Rate
MoneyGram High Rate
MoneyGram High Rate
MoneyGram High Rate
MoneyGram High Rate
MoneyGram High Rate
MoneyGram High Rate

বিকাশ থেকে কিভাবে ব্যাংক ট্রান্সফার করবেন?

কিন্তু বিকাশ থেকে টাকা ব্যাংক এ তুলতে গেলে তো আবার ঝামেলা, তাই না?

১। বিকাশ টু ব্যাংক = ১.১৫% চার্জ

২। বিকাশ (রেমিটেন্স) ভায়া City, Brac, QCash CRM/ATM = ০.৭% চার্জ। (আপডেটেড)

মানে মাত্র হাজারে ৭ টাকা দিয়েই টাকা ক্যাশ করতে পারছেন। যদি বিকাশ টু ব্যাংক ও করেন, তাও ১.১৫% বাদ দিলে আপনার ডলার রেট পড়তেছে ১২৮.৩৩-১.১৫%=১২৬.৮৫ টাকা। আর City, Brac, QCash এর CRM/ATM থেকে তুললে পড়বে মাত্র ১২৮.৩৩-০.৭%=১২৭.৪৩ টাকা। কিন্তু বলতে পারেন আপনার ট্যাক্স রিটার্ন এ ইস্যু হবে কিনা, বা বিকাশ থেকে কিভাবে স্টেটমেন্ট পাবেন। খুশির খবর হলো, বিকাশের অ্যাপ থেকেই এখন স্টেটমেন্ট নেয়া যায় bKash Menu → Statements → Statement Requests → New Statement Request → Summarised Statement / Detaild Statement অপশন থেকে শেষ ৩০ দিন, শেষ ১৮০ দিন, বা কাস্টম রেঞ্জের ভিতরে।

কিছু পরামর্শ:

টিপস: MoneyGram ইউজ করে প্রথমবার টাকা পাঠানোর সময় RAFV33KS5WRB কোড Enter promo code বক্সে ইউজ করলে আপনি ১০ ডলার বোনাস পাবেন, সাথে আমিও ১০ ডলার বোনাস পাব পরের লেনদেনে। আর বিকাশের ক্ষেত্রে হাই রেট পাওয়া যায় শুধু মাত্র ১,০০০ ডলার বা তার কম এমাউন্ট এর ক্ষেত্রে। এর বেশি হলেই রেট কম দিবে। তাই চাইলে একাধিক বার একই, বা একাধিক বিকাশ একাউন্টে ডলার উইথড্র করতে পারেন।

আর যদি পাসপোর্ট ভেরিফিকেশন করার পর আপনার একাউন্ট ডিজেবল করে দেয়, তাহলে সাপোর্ট এ যোগাযোগ করেই একাউন্ট একটিভ করে দিচ্ছে ওরা। আর একাউন্ট করা, বা MoneyGram ইউজ করে টাকা পাঠানোর জন্য VPN ইউজ করার দরকার নেই। বাংলাদেশের আইপি দিয়েই একাউন্ট করা, বা উত্তোলন করতে পারবেন সহজেই।

MoneyGram Coupon Code

সতর্কতা

বিকাশে টাকা পাঠালে ৩-৪ কর্মদিবস লেগে যায়। তাই আর্জেন্ট টাকা লাগলে বিকাশ না তোলার পরামর্শ রইল।


Meet the author

Faisal Ahammad

I’m working as Support Engineer at Saturday Drive Inc (AKA Ninja Forms) and General Translation Editor (GTE) for the #bn_BD 🇧🇩 language. As an active contributor to WordPress and open-source projects, I have translated over 60 themes, plugins, and WordPress core. I also have a small YouTube channel where I share my knowledge.


16 responses to “সরকারি ইনসেন্টিভ সহ ডলার উত্তোলন করুণ ব্যাংক থেকেও ২-৩ টাকা বেশি রেটে”
  1. Mahmuda Lipa Avatar
    Mahmuda Lipa

    Direct to Bank account করলে কি MoneyGram থেকে কোন ফি কাটে না? আবার আপনার SS এ দেখলাম receive method mobile wallet হলে $1 fee charge করে। Bank এ পাঠালে কোন ফি চার্জ করে কি না এটা একটু বলবেন।

    1. Faisal Ahammad Avatar

      ব্যাংক ট্রান্সফার এর ক্ষেত্রেও ১.৯৯ ডলার ফি কাটে যেকোন এমাউন্ট এর জন্য।

  2. Ashraful Islam Avatar
    Ashraful Islam

    আসসালামু আলাইকুম।
    Wise একাউন্ট এর এড্রেস এ কান্ট্রি UK হলে কি এই ভাবে করা যাবে Moneygram US থেকে?
    Social Security Number (SSN) ছাড়া কিভাবে করছেন ভাই ? আমি আগেও ট্রাই করেছিলাম কিন্তু SSN নাম্বার মেন্ডাটরি দেখায়।

    1. Faisal Ahammad Avatar

      অলাইকুম আসসালাম, ভাই।
      আমার Wise একাউন্ট কান্ট্রি “বাংলাদেশ” দেওয়া, তাও করতে পেরেছি। আশা করি আপনার ও সমস্যা হবে না। আমার SSN নাম্বার চায়নি, আমি একাধিক নাম্বার এ বিকাশে টাকা সেন্ড করেছি কোন ঝামেলা ছাড়াই।

  3. Tanvir Ahammed Avatar
    Tanvir Ahammed

    StackSocial theke to phone number purchase krte partechi na vai. Error dekhay checkout krte gele. etar kono solution thakle kindly janaben vai. Support a contact krte gelew error show krtse.

    1. Faisal Ahammad Avatar

      ভাই কি সমস্যা ফেস করতেছেন? আমাকে ফেসবুকে একটা নক দিয়েন তো ভাই।

      https://web.facebook.com/faahhr/

  4. Md Jahirul Islam Avatar

    অসংখ্য ধন্যবাদ স্যার তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।

    1. Faisal Ahammad Avatar

      দোয়া করবেন ভাই। আর অতিরিক্ত যা পাবেন, তা থেকে কিছু দান সদকা করবেন, যেন আল্লাহ আমাকেও আপনার উছিলায় কিছু সওয়াব দেয়। ☺️

  5. mohon Avatar
    mohon

    amr wise card nai but account ace and active account sei khetra moneygram thaka ki withdraw dea Jaba? ami UK moneygram account create Korci.

    1. Faisal Ahammad Avatar

      হা ভাই, MoneyGram থেকে টাকা পাঠাতে শুধু Wise একাউন্ট থাকলেই হবে। UK এর ক্ষেত্রে আপনাকে আগে USD থেকে Pounds এ কনভার্ট করে নিতে হবে। তাহলে ওদের থার্ড পার্টি পেমেন্ট প্রসেসর এর মাধ্যমে অথরাইজ করে Wise থেকে ডলার কেটে নিতে পারে ওরা।

  6. Touhid Avatar
    Touhid

    Assalamu alaikum Warahmatullahi wabarakatuhu.
    Jazakallahu Khair. Really helpful article.
    But while trying to purchase Hushed, I can see that the lifetime plan is no more. 🙁
    Do you know of any better alternative with similar features?

    1. Faisal Ahammad Avatar

      Walaikum Assalam. Shukriya, Vai.
      I just noticed they have turned down all of their lifetime deals from all partners and their own website. I’m not sure if this is temporary or permanent. If I find any solution, I’ll update the post and your comment. I’ll also try to email you or post on my own Facebook profile. I haven’t found any similar lifetime deal for phone numbers yet, but I’ll definitely keep exploring.

  7. MD NAZMUL KHAN Avatar
    MD NAZMUL KHAN

    আপনি কি শুধু বিকাশেই তুলেছেন ?নাকি ব্যাংক বাংলাদেশের লোকাল ব্যাংকেও তুলেছেন? এর আগে আমার Moneygram টাকা ব্যাংকে আশায় আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে টাকাটা কে পাঠিয়েছে কোথা থেকে এসেছে। Client পাঠাইলে রেমিটেন্স দেয় না তবে আত্মীয় পাঠাইলে দেয়।

    1. Faisal Ahammad Avatar

      নাজমুল ভাই, আমি ব্যাংক আর বিকাশ দুইভাবেই তুলেছি, তাও ব্র্যাক এর এসসিবি দুই ব্যাংক এ। ব্যাংক থেকে আমাকে কোনদিন রেমিটেন্স নিয়ে প্রশ্ন করেনি। আমি ব্যাংক গুলোতে একাউন্ট করার সময় ফ্রিলান্সিং বা রিমোট জব এর সব ডকুমেন্টস দিয়ে দেই। আমি সব সময় রেমিটেন্স পাচ্ছি।

      1. NASIMA BEGUM Avatar
        NASIMA BEGUM

        Wise একাউন্ট এর নাম, ঠিকানা, ইমেইল এবং Moneygram একাউন্টের নাম, ঠিকানা, ইমেইল আলাদা হলে কি কোন সমস্যা হবে? আমার নামে মানিকগ্রাম একাউন্ট করলে, অন্য ব্যক্তির নামের Wise একাউন্ট থেকে কি ডিরেক্ট ডেভিড সাপোর্ট করবে ?

        1. Faisal Ahammad Avatar

          এইটা নিয়ে আমি টেস্ট করিনি, তাই সরাসরি সঠিক উত্তর দেয়া মুশকিল। আপনি চাইলে এক্সপেরিমেন্ট চালাতে পারেন, আর ফলাফল আমাদের সাথে শেয়ার করতে পারেন। তবে সতর্কতা থাকার পরামর্শ রইল।

Leave a Reply to MD NAZMUL KHAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *