কিছুদিন আগে ElevatPay তাদের ব্যাংক পার্টনার চেঞ্জ করার কারণে সাময়িক কার্যকম বন্ধ থাকায় ডলার উত্তোলনে ভালো এক্সচেঞ্জ রেট পাচ্ছিলাম না। যদিও শেষ দিকে তাদের সার্ভিস ইউজ করে পাঠানো টাকায় ব্যাংক গুলো ইনসেন্টিভ দেয়া বন্ধ করে দিয়েছিল। তারপর ওহিদুল ভাইয়ের হেল্প নিয়ে কয়েকবার ভালো এক্সচেঞ্জ রেট পেয়েছিলাম, তা প্রায় প্রতি ডলার ১২৩-১২৬ টাকা সরকারি ২.৫% ইনসেন্টিভ, বা প্রমোদন সহ। কিন্তু প্রতি মাসে তো আর ভাইকে বিরক্ত কড়া যায় না, তাই নিজেই খুঁজতে খুঁজতে গোপন মেথড পেয়ে গেলাম মালয়েশিয়ায় বসে রফিকুল ভাইয়ের সাথে আলাপ করতে করতে। যদিও বুদ্ধিটা ওনিই দিয়েছিলেন, আমি শুধু চেষ্ঠা করে সফল হয়েছি।
উক্ত মেথড ফলো করতে আমাদের একটা আমেরিকান ফোন নাম্বার লাগবে। যাদের ইতিমধ্যে আছে, তাদের আর কেনার দরকার নাই। তবে যাদের নেই, তারা নিচের স্টেপস গুলো ফলো করে কিনে ফেলুন।
কিভাবে আমেরিকান ফোন নাম্বার কিনবেন?
১। আমার রেফারেল লিংক ইউজ করে StackSocial এ একাউন্ট করুণ। তাহলে আপনি, ও আমি উভয় ১০ ক্রেডিটস বোনাস পাব ৩০ দিন পর। যা দিয়ে পরে যেকোন কিছু কেনা যাবে তাদের সাইট থেকে।
২। একাউন্ট করা হয়ে গেলে এই লিংক থেকে Hushed ফোন নাম্বার কিনুন। লাইফ টাইম সাবস্ক্রিপশন পাবেন মাত্র $17.50 ডলারে, যদি LAGONIKA30 কুপন কোড ইউজ করেন। এই কুপন কোড কাজ না করলে আমাকে জানাতে পারেন, আমি নতুন কোড খুঁজে দিব। Hushed এর নিজের ওয়েবসাইট থেকে কিনতে গেলেও ২৫ ডলার লাগে, কোন ডিসকাউন্ট পাবেন না। ওরা শুধু ফোন নাম্বারই দিচ্ছে না, সাথে বাৎসরিক ৬,০০০ এসএমএস, ও ১,০০০ মিনিট দিচ্ছে, যা দিয়ে ইন্টারনেট ইউজ করে আমেরিকান নাম্বার এ ফোন, এসএমএস করতে পারবেন তাদের অ্যাপ থেকে। টানা ৬ মাস ফোন নম্বর ইনাক্টিভ থাকলে ওরা নাম্বার অফ করে দেয়, তাই কয়েক সপ্তাহ পর পর ফোন বা এসএমএস করুণ কাউকে। ⚠️

৩। এইবার Hushed অ্যাপ ডাউনলোড করে ফেলুন App Store বা Play Store থেকে। আপনার iOS ডিভাইসে যদি অ্যাপ স্টোর থেকে খুঁজে না পান, তাহলে অ্যাপল আইডির কান্ট্রি পরিবর্তন করে “United States” সিলেক্ট করে আবার ট্রাই করুণ। আর অ্যান্ড্রয়েড এ একই সমস্যা হলে আপনি চাইলে থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকেও apk ডাউনলোড করে নিতে পারেন।
ফোন নাম্বার কেনা হয়ে গেলে Purchase পেজ থেকে নিচের মতো স্টেপস ফলো করে রিডিম করে ফেলেন।

কিভাবে MoneyGram এ একাউন্ট করবেন?
এইবার আপনার ফোন নাম্বার রেডি। চলেন এইবার MoneyGram US তে একাউন্ট করে ফেলি। সতর্কতা, MoneyGram এর একাধিক দেশ ভিত্তিক ওয়েবসাইট আছে, যেমন: MoneyGram UK, কিন্তু আমরা আমেরিকা তেই একাউন্ট করব। তাহলে আর ডলার থেকে পাউন্ডস এ কনভার্ট করে উইথড্র করতে কনভারশন ফি লাগবে না। সরাসরি ডলার উত্তোলন করা যাবে।
MoneyGram এর অ্যাপ ও কিন্তু দেশ ভিত্তিক রেস্ট্রিক্টেড করা। তাই Hushed এর মতো উপরের মেথড ফলো করে আপনার ফোনে অ্যাপ ডাউনলোড করে নিন। যদি কোন ভাবেই ডাউনলোড না করতে পারেন, তাহলে শেষ ভরসা হিসাবে একটা Gmail একাউন্ট করেন আমেরিকান ঠিকানা, ও আপনার সদ্য কেনা ফোন নাম্বার ইউজ করে। এইবার সেই ইমেইল দিয়ে PlayStore এ গেলে MoneyGram অ্যাপ সহজেই ডাউনলোড করতে পারবেন। একবার ডাউনলোড হয়ে গেলে ভবিষ্যতে হ্যাসেল ফ্রি আপডেট করতে পারবেন।
Gmail একাউন্ট তৈরি করা, ও অ্যাপ ডাউনলোড এর সময় আমেরিকান আইপি ইউজ করার পরামর্শ রইল। আপনার কাছে পেইড ভিপিএন থাকলে সেটা ইউজ করতে পারেন, না হলে এই ভিডিও ফলো করে ফ্রিতে পেইড ভিপিএন কিনতে পারেন এই লিংক এ একাউন্ট করে।
MoneyGram অ্যাপ এ একাউন্ট করতে সমস্যা হলে ওদের ওয়েবসাইট থেকেই একাউন্ট করতে পারবেন। শেষ স্টেপ এ পাসপোর্ট এর লাইভ ছবি তুলে দিতে হয় ইনফরমেশন পেজের। সেক্ষেত্রে আপনার আমেরিকান ভিসা, বা পাসপোর্ট না থাকলেও সমস্যা নাই। আর আমেরিকান ঠিকানা ইউজ করার সময় আপনার কোম্পানির, বা যেকোন একটা ভ্যালিড এড্রেস ইউজ করলেই হবে, ঠিকানা ভেরিফিকেশন চায় না। তাই চিন্তার কিছু নেই।
কিভাবে ডলার উত্তোলন করবেন?
একাউন্ট হয়ে গেলে এইবার আপনি অ্যাপ বা ওয়েবসাইট থেকে ডলার উইথড্র করার জন্য রিসিপেন্ট অ্যাড করুণ নাম, ও ফোন নাম্বার দিয়ে। এইবার Send → Send Money অপসন থেকে নিচের মতো সিলেক্ট করুণ। এইবার নেক্সট অপসন গুলোতে গেলে ফোন বা ইমেইল এ OTP দিবে, সেটা ভেরিফাই করলে ব্যাংক অপসন থেকে Wise সার্চ করে নেক্সট অপসন গুলোতে গেলে অথরাইজড করবে। কিন্তু সাথে সাথে ডলার কেটে নিবে না। ১-৩ দিন পর (ওয়ার্কিং ডে হলে) MoneyGram আপনার Wise একাউন্ট থেকে Direct Debit এর মাধ্যমে অটো ডলার কেটে নিবে। প্রথম বার একটু কষ্ট করে সেটআপ করে নিলে পরেরবার থেকে কয়েক ক্লিকে দ্রুত টাকা সেন্ড করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।
- Payment Method = Bank Account (3-4 Business Days)
- Receive Method = Mobile Wallet (bKash)
ব্যাংক একাউন্ট থেকে টাকা পাঠাব কারণ Wise এর জন্য ওরা ব্যাংক একাউন্ট সাপোর্ট করে, আমেরিকা ছাড়া অন্য ডেবিট কার্ড সাপোর্ট করে না। আর Mobile Wallet (bKash) দিলে ব্যাংক রেট থেকে ২-৩ টাকা বেশি পাবেন। যেমন এই পোস্ট লেখার সময় ব্যাংক রেট ১২৩.১০ টাকা হলেও, বিকাশ রেট ছিলো ১২৫.২০, যা প্রায় ২.১০ টাকা বেশি। এর সাথে আবার ২.৫% সরকারি ইনসেন্টিভ পাবেন। তাহলে ফাইনাল ডলার রেট পাচ্ছেন ১২৮.৩৩ টাকা। 😉
বিকাশ থেকে কিভাবে ব্যাংক ট্রান্সফার করবেন?
কিন্তু বিকাশ থেকে টাকা ব্যাংক এ তুলতে গেলে তো আবার ঝামেলা, তাই না?
১। বিকাশ টু ব্যাংক = ১.১৫% চার্জ
২। বিকাশ (রেমিটেন্স) ভায়া City, Brac, QCash CRM/ATM = ০.৭% চার্জ। (আপডেটেড)
মানে মাত্র হাজারে ৭ টাকা দিয়েই টাকা ক্যাশ করতে পারছেন। যদি বিকাশ টু ব্যাংক ও করেন, তাও ১.১৫% বাদ দিলে আপনার ডলার রেট পড়তেছে ১২৮.৩৩-১.১৫%=১২৬.৮৫ টাকা। আর City, Brac, QCash এর CRM/ATM থেকে তুললে পড়বে মাত্র ১২৮.৩৩-০.৭%=১২৭.৪৩ টাকা। কিন্তু বলতে পারেন আপনার ট্যাক্স রিটার্ন এ ইস্যু হবে কিনা, বা বিকাশ থেকে কিভাবে স্টেটমেন্ট পাবেন। খুশির খবর হলো, বিকাশের অ্যাপ থেকেই এখন স্টেটমেন্ট নেয়া যায় bKash Menu → Statements → Statement Requests → New Statement Request → Summarised Statement / Detaild Statement অপশন থেকে শেষ ৩০ দিন, শেষ ১৮০ দিন, বা কাস্টম রেঞ্জের ভিতরে।
কিছু পরামর্শ:

সতর্কতা
বিকাশে টাকা পাঠালে ৩-৪ কর্মদিবস লেগে যায়। তাই আর্জেন্ট টাকা লাগলে বিকাশ না তোলার পরামর্শ রইল।
Leave a Reply to MD NAZMUL KHAN Cancel reply