ওয়ানপ্লাস ফোনের (গ্রিন লাইন) ভাউচার সংগ্রহ করে নতুন ফোন কেনার গল্প

·

·

,

আমাদের দুইটা OnePlus 9R ফোন ১ মাসের মধ্যে হঠাৎ গ্রিন লাইন চলে আসে তাও ২০২৩ সালের রোজার ঈদের আগের দিন। ফোনগুলো ছিল আনঅফিসিয়াল যা কিনেছিলাম ৩০শে জুন, ২০২১ সালে সুমাস টেক থেকে। ২০২১ সালের জুলাইয়ের ১ তারিখ থেকে আনঅফিসিয়াল ফোন বিক্রির নিষেধাজ্ঞা ছিল, তাই আগের দিন সুমাস টেকের পিয়াস ভাইকে পেরা দিয়ে একসাথে তিনটা ফোন কিনেছিলাম আমার, আমার বউ আর ছোট ভাই মইনুলের জন্য।

Piyas bhai from Sumas Tech
পিয়াস ভাই গাড়ি চালিয়ে এসে ৩ টা ফোন ডেলিভারি দিয়েছিলেন।

পরিবার সহ ২০২৩ সালের জুন কলকাতা থাকার সময় ওয়ানপ্লাস এর পার্ক স্ট্রিটের সার্ভিস সেন্টার গেলে তারা ১০ দিন সময় চায় আমাদের ২ টা ফোনের ডিসপ্লে চেঞ্জ করে দিতে। কিন্তু হাতে এতদিন সময় না থাকায় মন খারাপ করে চলে আসি। আসার আগে আমার জন্য iQoo Neo 6 8/128 অ্যামাজন থেকে ২৬/২৭ হাজার রুপিতে কিনে এনেছিলাম। বাসায় থাকতে থাকতে ওয়ানপ্লাস গুলোতে অনেক বেশি গ্রিন লাইন চলে আসে। বাধ্য হয়ে আগস্ট মাসে উমরাহ করতে গিয়ে বউয়ের জন্য Infinix GT 10 PRO 8/256 মোবাইল কিনেছিলাম Extra.com এর শপিংমল থেকে ৯৯৯ রিয়ালে।

হঠাৎ করে ওয়ানপ্লাস গ্রুপে দেখি ইন্ডিয়াতে ওয়ানপ্লাসের চায়নিজ ভেরিয়েন্ট ফোন গুলোও সার্ভিস আর ভাউচার দিচ্ছে। কিছুদিন অপেক্ষা করে আরও অনেক ভাইয়ের পোস্ট দেখে কনফার্ম হই। আমার পরিচিত টুটুল আহমেদ সানি ভাই যখন চায়নিজ ফোনের বিপরীতে ভাউচার পেলেন, তখন আর দেরি না করে অক্টোবরের ২২ তারিখ ট্রেনের টিকেট করে ২৫ তারিখ কলকাতা চলে যাই আমি ও এলাকার ছোট ভাই রিফাত আমাদের ২ টা OnePlus 9R ও রিফাতের একটা OnePlus 9R নিয়ে।

সকাল সকাল উঠে ২৬ তারিখে ১১:১৫ এর দিকে পার্ক স্ট্রিটের সার্ভিস সেন্টার গেলে ২৩ নাম্বার সিরিয়াল পেয়ে ঘণ্টা খানেক বসে থেকে আমার ডাক আসে। আমি সাথে করে বক্স, চার্জার ও মানি রিসিত নিয়ে গিয়েছিলাম। আমাদের ২ টা ফোনের

আমার ফোন:

  • Phone
  • Box
  • Money Receipt
  • Charger (missing) ❌

আমার বউয়ের ফোন:

  • Phone (back part replaced due to cracked) ❌
  • Box
  • Money Receipt
  • Charger

রিফাতের ফোন:

  • Phone (back part cracked) ❌
  • Box (half missing with IMEI number) ❌
  • Money Receipt (missing) ❌
  • Charger

তো উপর থেকে দেখাই যাচ্ছে আমাদের ৩ জনের কারও ফোনেই কিছু না কিছু মিসিং ছিল। তাই জুজুর ভয়ে ছিলাম, না জানি সার্ভিস সেন্টারে গেলে বেঁধে রাখে। আমাকে সার্ভিস দেয়া দিদি জানালেন শুধু ফোন দিলেই হবে। বক্স সাথে থাকলে ভাল, না থাকলেও সমসা নেই। শুধু ফোন থাকলে আর ওনারা International Mobile Equipment Identity (IMEI) নম্বর চেক করতে পারলেই হল।

কিন্তু সেখানেও শান্তি নাই। রিফাতের ফোনে ১২০+ দাগ পড়ায় IMEI নাম্বার চেক করাও সম্ভব ছিল না। ও ওর ফোন থেকে গায়েবি পদ্ধতিতে স্ক্রিনশট নিয়ে অন্য মোবাইলে ট্রান্সফার করে দেখালেও তারা ভেরিফাই করতে পারছিল না বলে কিছুক্ষণ সময় নিয়ে ব্যাকপার্ট খুলে IMEI নাম্বার কনফার্ম করে। কিন্তু ওর ফোনের ব্যাকপার্ট এত পরিমাণ ক্র্যাক ছিল যে প্রথমে দেখে দিদি আতকে উঠেন। পরে ঠিকই জমা নেন শুধু ফোন গুলো। যদিও আমার বক্স নিয়েছে, তবে সেটা না জমা করলেও হত।

OnePlus 9R Refat

এরপর শুরু হল অপেক্ষা, দিন যায় রাত আসে, ভাউচার তো আর আসে না। ২৮ তারিখে ইডেন গার্ডেনে খেলা দেখতে গিয়ে টেক্সি থেকে নাম্বার সময় হাতে থাকা ভাল ফোন পাকা রাস্তায় পড়ে যায়। তখন মনে হয় এই বুঝি নতুন ফোন আসতেছে। সেদিন রাতে ডিউটি (রিমোট জব) করার সময় রাত ১২:২৮ মিনিটে (২৯ তারিখ) ভাউচার এসে হাজির। কিন্তু এক ঘণ্টা পরেই আমার ম্যাকবুক WiFi কানেক্ট করতে পারছি না। গুতাগুতি করতে করতে রিসেট করে ফেলি, তাই বাধ্য হয়ে চাকুরি বাঁচিয়ে রাখতে রাত ৩ টার দিকে বিমানের টিকেট কেটে বিকালে ঢাকা চলে আসি ছোট ভাই রিফাত কে কলকাতায় রেখে।

ভাউচার পাওয়ার আগে আশা ছিল একটা OnePlus Pad Go (Tablet) নিব, আরেকটা দিয়ে একটা ফোন কিনব। কিন্তু ওদের ভাউচারের নিয়ম অনুযায়ী আমি শুধু ফোন নিতে পারব, তাও OnePlus Open & OnePlus 11R (Solar Red) মডেল দুটি বাদে। তাই বাধ্য হয়ে OnePlus Nord CE 3 Lite 8/256 নিতে হল ২১,৯৯৯ রুপি দিতে। কিন্তু ভাউচার বাদে বাকি ২,৯৯৯ রুপি পেমেন্ট করব কিভাবে সেটা চিন্তার বিষয় ছিল। রিফাত মারকিউস স্ট্রিটে খুঁজে একটা দোকান পেয়েছিল যারা ৩ টা ফোনের ২৯৯৯x৩ = ৫,৯৯৭ রুপি পেমেন্ট করে দিবে ১০০ রুপি চার্জার বিনিময়ে। হঠাৎ আমার ইন্ডিয়ান কলিকের কথা মনে পড়ায় তাঁকে নক দিতে সে তার একাউন্টে রুপি সেন্ড করে দিতে বলে, আমার Wise একাউন্ট থেকে তাঁকে রুপি দিলে সে পেমেন্ট করে দিয়েছিল। আমি পেমেন্ট পেজে গিয়ে UPI সিলেক্ট করে QR কোড গুলা নিয়ে তাঁকে পাঠিয়ে দিতাম, সে স্ক্যান করে পে করে দেয়ার ২-৪ মিনিটের মধ্যে অটো ভেরিফাই হয়ে যেত।

গতকাল ৩১শে অক্টোবর ২ টা আর আজ ১ই নভেম্বর বাকি আরেক ফোন ডেলিভারি পেলাম। নিচে আমাদের ফোনের অর্ডার ও ডেলিভারির বিস্তারিত দিলাম:

  • Order date: 30th Oct
  • Delivery date: 31st Oct – 2 phones and 1st Nov – 1 phone
  • Payment method: UPI
  • Shipment from: Gurugram
  • Received from: Kolkata Mirza Galib Street
CleanShot 2023 11 01 at 17.12.15@2x
Order tracking information

শুধু মাত্র ফোন নিয়ে যেকোন OnePlus Service Center এ সকাল ১০ টার দিকে চলে যাবেন, তাহলে দ্রুত সময়ে জমা দিয়ে চলে আসতে পারবেন।

ভাউচার সংগ্রহ ও সেটা দিয়ে ফোন কেনার সর্বশেষ তারিখ ৩১শে ডিসেম্বর ২০২৩

কোন ফোনের বিপরীতে কত টাকার ভাউচার পাওয়া যাবে, সেটা দেখতে পারেন নিচের ছবি থেকে।

OnePlus Phone Voucher Value

আরো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন।


Meet the author

Faisal Ahammad

I’m working as Support Engineer at Saturday Drive Inc (AKA Ninja Forms) and General Translation Editor (GTE) for the #bn_BD 🇧🇩 language. As an active contributor to WordPress and open-source projects, I have translated over 60 themes, plugins, and WordPress core. I also have a small YouTube channel where I share my knowledge.


11 responses to “ওয়ানপ্লাস ফোনের (গ্রিন লাইন) ভাউচার সংগ্রহ করে নতুন ফোন কেনার গল্প”
  1. Rony Avatar
    Rony

    Lovely

  2. জনি Avatar
    জনি

    সুন্নতি দাঁড়ি রাখছেন দেখলাম। বউয়ের কথা এভাবে না লিখলেই পারতেন। ফেতনার যুগ। সংযম শুধু চোখের নয়, লেখাতেও প্রয়োজন। সামান্য ওয়েবসাইটের ভিজিটর আর কয়েকটা পয়সার জন্য এভাবে না লিখলেও পারতেন। আল্লাহ্‌ অতি শীঘ্রই আপনাকে হেদায়েত দান করুন। মনে রাখবেন, পেটের ভাইয়ের কাছেও নারী নিরাপদ নয়।

    1. Faisal Ahammad Avatar

      ধন্যবাদ আমার হেদায়েদের জন্য দোয়া করার জন্য।

      বউয়ের কথা কিভাবে লেখায় সেটা গুনাহের পর্যায়ে চলে গিয়েছে জানতে পারি ভাই? বউ শব্দ ব্যবহার করাও কী ইসলামে হারাম করা হয়েছে?

      আপনি কী জানেন, আমি ওয়েব সাইট ভিজিটর আর কয়টা পয়সার জন্য পোস্ট লিখি না বা ইউটিউব ভিডিও দেই নাই? আল্লাহ ও তার রাসূল কী এক ভাই অন্য ভাইদের সম্পর্কে সুধারণা রাখার কথা বলে নাই?

      আপনার কথা শুনে মনে হচ্ছে, আপনি সুযোগ পেলে রাসূল (সা:) এর কাছে গিয়ে বলতেন যেন তিনি তার সংসারের কথা কিংবা মহিলাদের ব্যক্তিগত অসুস্থার কথাও যেন সাহাবীদের সাথে শেয়ার না করেন। এগ্রেসিভ ভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করার আগে তার সম্পর্কে ভাল ভাবে জেনে নিয়েন ভাই। না হয় ইহকাল আর পরকাল দুই জায়গায়ই আপনাকে লাঞ্ছিত হতে হবে। শুকরিয়া।

  3. Bappi Rahman Avatar

    Akhon o kih ai voucher gula dicchay?? Kindly janaben please

    1. Faisal Ahammad Avatar

      এখনও দিচ্ছে। আজকেও এক ভাই জমা দিয়েছে দেখলাম।

      1. sabbir Avatar
        sabbir

        vai ,, ami india r oneplus helpcenter e kotha bolci ,,, bole j indian variant chara voucher deya hoy na

        1. Faisal Ahammad Avatar

          ভাই, এই মাসের ১ তারিখ (মার্চ) থেকে শুধু ইন্ডিয়ান গুলোর দিচ্ছে। আগে সব গুলোর দিত।

          1. Lutful Kabir Avatar
            Lutful Kabir

            Kivabe bujhbo j amar set ta indian version?

          2. Faisal Ahammad Avatar

            ভাই https://imeicheck.net/ থেকে চেক করতে পারবেন। যদি চেক করে না পারেন বা সাইট থেকে পেইড প্ল্যান নিতে বলে, তাহলে +8801994385922 এই নাম্বারে রনির সাথে যোগাযোগ করতে পারেন। ওর টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেওয়া আছে, আশা করি ও হেল্প করতে পারবে।

  4. Shohag Apurvo Avatar
    Shohag Apurvo

    Vai OnePlus 8 pro akta greenline porce amr phone a akn India theka display change Korte akti cash memo banano lagbe Tate vat,tax ebin aisob ullek thakte hobe, akn amra to Bangladesh theka unofficial kineci akn ai memo ta kibabe banano jay Jodi apner kno idea thake plz janaben.tnx

    1. Faisal Ahammad Avatar

      ক্যাশ মেমো ইদানীং লাগতেছে। আগে শুধু ফোন হলেই হতো। আমার একটা মেমো রনি (+8801994385922) ৪০০ বা ৫০০ টাকায় বানিয়ে দিয়েছিল। আপনি যোগাযোগ করে দেখতে পারেন ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *