BDIX Bypass করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে ফেলুন ১০০ এমবিপিএস পর্যন্ত!

·

·

ইন্টারনেট স্পিড বাড়ানোর ব্যপারে অনেক আগে একবার ফেসবুকে লিখেছিলাম + ভিডিও বানিয়েছিলাম, যা প্রায় ২০,০০০ ভিউ হয় ইউটিউবে। এখন অনেকেই ইন্টারনেট স্লো ইস্যুতে কষ্ট করতেছেন। নিচের স্টেপ গুলো ফলো করে সমাধান করতে পারবেন মাত্র ৫০-১৭০ টাকায়, তাও পুরো ৩০ দিনের জন্য।

১। প্রথমে আপনার ইন্টারনেটের BDIX স্পিড টেস্ট করে ফেলেন। যদি BDIX স্পিড না পান, তাহলে এই মেথড কাজ করবে না। টেস্ট করতে ঘুরে আসুন https://www.speedtest.net

BDIX Speedtest
BDIX Speedtest

২। এইবার আপনাকে BDIX বাইপাস কিনতে হবে, যা Socks 5 proxy হিসেবেও পরিচিত। কেনার অনেক গুলো সোর্স আছে। আমি আগের ভিডিও তে Lazybd নিয়ে কথা বলেছিলাম, কিন্তু ভিডিওর পর হয়ত বেশি কাস্টমার পেয়ে তাদের সাপোর্ট আর লোড নিতে পারেনি। আমার ১২ মাসের প্ল্যান আইপি ব্লক হয়ে গেলে আর ঠিক করে দেয়নি একাধিকবার যোগাযোগ করার পরেও।

তাই এইবার আমি প্রথমে টেস্ট করতে ২০ এমবি কিনেছিলাম ৫০ টাকা দিয়ে @joshvhai (Telegram ID) থেকে। টেস্ট করে কাজ করলে পরে আরও ১২০ টাকা পেমেন্ট করে ১০০ এমবিপিএস নিয়েছিলাম গতকাল রাতে। এরপর নতুন ম্যাক মিনি সেটআপ করলাম, প্রায় ২০ জিবি ব্যান্ডউইথ লেগেছিল যা পুরোটাই ৮০-১০০ এমবিপিএস স্পিড পেয়েছিলাম।

কিছু BDIX প্রক্সি প্রোভাইডারের লিস্ট:

Disclaimer

অনেকের কাছেই স্টক নাই, তাই হয়তো আপনি অনেকের কাছেই প্রক্সি বা আইপি পাবেন না। আবার পেলেও সেটা আপনার ISP এর লাইনের সাথে কাজ নাও করতে পারে। তাই ভাল হয় আগে টেস্ট করার জন্য ট্রায়াল বা ছোট প্ল্যান নিলেন, পরে গিয়ে ম্যাক্স প্ল্যান ট্রাই করলেন।
আমি উল্লেখিত কোন প্রোভাইডারের সাথে চুক্তিবদ্ধ বা এফিলিয়েট পার্টনার না।

৩। প্রক্সি কেনার পর সেটআপ করার পালা। পিসি তে আপনারা Proxifier ইউজ করতে পারবেন। ৩০ দিনের ট্রায়াল পাবেন, ক্লিন আন-ইনিস্টল দিয়ে আবার নতুন করে ইনিস্টল দিলে আবার ৩০ দিন পেয়ে যাবেন। অ্যানড্রয়েড অ্যাপ প্লে স্টোরে নাই, তাই থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করে নিন।

কিভাবে Proxifier-এ প্রক্সি সেটআপ করবেন?

Proxifier Proxies Settings
Proxies Settings

১। সফটওয়্যার ডাউনলোড করে Proxies সেটিংসে যেতে হবে।

Proxifier Add Proxy
Add Proxy

২। এইবার Add… বাটনে ক্লিক করুন নতুন প্রক্সি অ্যাড করতে।

Proxifier Proxy Setup
Proxy Setup

৩। প্রথমে আপনার কেনা আইপি টা বসান (যেমন: 103.149.77.111)। পাশের ঘরে পোর্ট নাম্বার দিন, যেমন 1088। এরপর Socks Version 5 সিলেক্ট করুন, আর নিচ থেকে Authentication এনেবেল করে আপনার প্রাপ্ত Username & Password বসিয়ে Save করুন।

Proxifier exclude rules
Exclude Rules
Proxifier rules preview
Rules Preview
Proxifier exclude app and website
Exclude app and website

৪। নির্দিষ্ট কোন ওয়েবসাইট, আইপি, পোর্ট বা সফটওয়্যার এই আইপি থেকে বাইপাস বা বাহিরে রাখতে উপরে দেখানো মতো প্রথম বক্সার প্লাস চিহ্ন (+) তে ক্লিক করে আপনার কম্পিউটারের সফটওয়্যার অ্যাড করে নিন। কোন ডোমেইন/ওয়েবসাইট/আইপি এক্সক্লুড করতে চাইলে Target Hosts থেকে দেখানো উদাহরণের মতো করে অ্যাড করে নিন। প্রতিটা ডোমেইন/ওয়েবসাইট/আইপি এর শেষে ; দিতে ভুলবেন না। কোন পোর্ট চাইলে সেটাও Target Ports থেকে অ্যাড করে নিতে পারবেন।

এর মানে হল আপনি চাচ্ছেন না কোন মার্কেটপ্লেস বা ব্যাংকের অ্যাপ বা ওয়েবসাইট এই প্রক্সি দিয়ে এক্সেস করতে, তখন সেগুলো রুলসে অ্যাড করে Action থেকে Direct সিলেক্ট করে Save করে নিলেই হয়ে যাবে।

Proxifier এর বিকল্প মেথড:

আজকে (২৭শে জুলাই) Imran Hossain ভাই থেকে 100mbps স্পিডের ২৫০জিবি প্যাকেজ কিনেছি। ওনার সাথে অনেক দিন ধরে ফেসবুকে অ্যাড ছিলাম, আগেও ২-৩ বার ওনার সার্ভিস ইউজ করেছিলাম। সেটা ডাউনলোড একটু স্লো হলেও, ব্রাউজিং খুবই ফাস্ট আর সেটআপ প্রসেস ১০ সেকেন্ডের বিষয়।

  • প্রথমে অনার সাইট থেকে আপনার বাজেট অনুযায়ী একটা প্যাকেজ কিনে পেমেন্ট করে ফেলুন: https://ifast24.cloud/#pricing
  • দ্রুত অর্ডার ভেরিফাই করতে ওনার টেলিগ্রাম চ্যানেলে (@bdixboost) মেসেজ দিন।
  • কম্পিউটার বা মোবাইলের জন্য Outline অ্যাপ ডাউনলোড করে ফেলুন। ওদের সকল ডিভাইজের জন্য অ্যাপ আছে।
  • আপনার প্রাপ্ত লম্বা Access Key কপি অ্যাপ এ পেস্ট করে ফেলুন, আর পরে কানেক্ট করে নিন নিচের দেয়া স্ক্রিনশট এর মতো করে।
Outline VPN Add Access Key
Add Access Key
Outline VPN click to connect
Click to Connect

Outline App download link:

প্রক্সি ছাড়া ও সহ স্পিড টেস্ট:

Speedtest without proxy
Without Proxy
Speedtest with proxy
With Proxy

ইউটিউব নিচের ভিডিও টা থেকে আরও বিস্তারিত জানতে পারবেন। পরিচিতদের সাথে শেয়ার করুন যেন তারাও এই ক্লান্তিলগ্নে একটু আরামে কাজ করতে পারে। মনে রাখবেন, BDIX Speed Bypass প্রক্সি গুলো ব্রাউজিং এ খুব একটা স্পিড বাড়াতে পারে না। মূলত ডাউনলোড করার ক্ষেতে বেশি কাজে দেয় যেহেতু তারা cache করে। তাই সেনসেটিভ কিছু ডাউনলোড দেয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ রইল।

Warning

মনে রাখবেন, এই দুনিয়ায় কোন কিছুই ১০০% সিকিউর না। তাই নিজের রিস্কে পেমেন্ট করে প্রক্সি/আইপি ইউজ করবেন। আপনার কোন ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ী থাকব না।


Meet the author

Faisal Ahammad

I’m working as Support Engineer at Saturday Drive Inc (AKA Ninja Forms) and General Translation Editor (GTE) for the #bn_BD 🇧🇩 language. As an active contributor to WordPress and open-source projects, I have translated over 60 themes, plugins, and WordPress core. I also have a small YouTube channel where I share my knowledge.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *